বিনোদন ডেস্ক : বিশ্বজুড়ে চলছে ভালোবাসার সপ্তাহ। আর প্রেমের এই উৎসবের মাঝেই গঙ্গায় নৌভ্রমণে মজলেন আলোচিত তারকা দম্পতি সৃজিত মুখার্জি ও রাফিয়াথ রাশিদ মিথিলা। এদিন গঙ্গা আর হাওড়া ব্রিজকে সাক্ষী রেখেই উষ্ণ আলিঙ্গনে মজলেন এই জুটি। ছবির ফ্রেমে আটকে ফেলেন সেই ভালোবাসার একান্ত মুহূর্ত।
মিথিলাকে পাওয়া গেল ডেনিম জিনস, আর গোলাপি টি-শার্টের সঙ্গে ধূসর-কালো শার্গ স্টাইল সোয়েটার ও চোখে ঝলমলে রোদচশমায়। আর নীল চেক শার্ট আর ডেনিমে সৃজিতও বেশ স্টাইলিশ সানগ্লাস, মাথায় টুপি আর মুখে কাঁচা-পাকা দাড়ি নিয়ে ধরা দিলেন।
সম্প্রতি লম্বা ছুটি কাটিয়ে ফিরেছেন এই দম্পতি। শহরে ফিরেই একের পর এক বিয়ে বাড়িতে চোখে পড়েছে সৃজিত-মিথিলার উপস্থিতি। এদিন শুধু ঘোরাঘুরিই নয়, খাওয়া-দাওয়ার পর্বও ছিল। সে সব মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করে মিথিলা লিখেছেন, গঙ্গার বুকে ভালোবাসা। অন্যদিকে সৃজিতের কথায় এটি ছিল- ‘গঙ্গাবক্ষে চড়ুইভাতি’।
সূত্র : হিন্দুস্তান টাইমস।