নিজস্ব প্রতিবেদক : ‘হটাও জঙ্গী বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ’ এই স্লোগানকে সামনে রেখে স্থানীয় সরকার মন্ত্রণালয়াধীন ইউনিয়ন পরিষদের স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য গ্রাম পুলিশের ৪র্থ শ্রেণির কর্মচারীদের ন্যায় সম স্কেল, গ্রাম পুলিশের অবসরকালীন ভাতার ন্যায় মৃত্যুকালীন ভাতা প্রদান, পুলিশের ন্যায় রেশনিং ব্যবস্থা কার্যকর করা এবং মে-২০১৫ প্রকাশিত গ্রাম পুলিশ বাহিনীর চাকুরী বিধিমালা সংশোধন পূর্বক ৪৫.১৮.০৩২-০০.০০.০২৯.২০১৩.৩৫৬ তারিখ-১৩/১১/২০১৩ খ্রীঃ গ্রাম পুলিশ বাহিনী চাকুরী বিধিমালা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ গ্রাম-পুলিশ কর্মচারী ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। বুধবার দুপুরে র্যালি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে। পরে মানববন্ধন সহকারে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের নিকট স্মরকলিপি প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন গ্রাম-পুলিশ কর্মচারী ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামানসহ গ্রাম-পুলিশ কর্মচারী ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট