প্রেস বিজ্ঞপ্তি : হ্যাক হয়ে গেছে মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য এডিটরস এর ফেসবুক পেজ। বৃহস্পতিবার ভোর রাতের কোন এক সময় দুষ্কৃতিকারীদের হ্যাকিংয়ের কবলে পড়ে পেজটি।
পেজটি হ্যাক করে এর মাই ডে’তে দুটি নগ্ন ছবি পোস্ট করে হ্যাকাররা। যা পাঠকদের দৃষ্টি গোচর হলে তারাই দ্য এডিটরস অফিসে ফোন করে জানায়।
এদিকে, ফেসবুক পেজ হ্যাক হওয়ার ঘটনায় সাতক্ষীরা সদর থানায় জিডি করেছে দ্য এডিটরস কর্তৃপক্ষ।
জিডি নং ৯৮৫, তারিখ: ১৮ ফেব্রুয়ারি।
এতে বলা হয়েছে, দ্য এডিটরস সাতক্ষীরা থেকে পরিচালিত ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল। পোর্টালটির ফেসবুক পেজ (facebook.com/theeditors.net) ১৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখ ভোররাতে দুষ্কৃতিকারীরা হ্যাক করেছে। পেজটিতে ২ লাখ ১৪ হাজার ফলোয়ার ও ৪৭ হাজার তিনশ লাইক ছিল। হ্যাক হওয়ার পর থেকে পেজটিতে উল্টা পাল্টা পোস্ট দিয়ে দ্য এডিটরস এর ভাবমূর্তি বিনষ্ট করা হচ্ছে।
এছাড়া জিডিতে পেজে উল্টা পাল্টা পোস্ট দিয়ে দ্য এডিটরস ও দ্য এডিটরস কর্তৃপক্ষকে ক্ষতি করার আশংকাও প্রকাশ করা হয়েছে।
অন্যদিকে, দ্য এডিটরস কর্তৃপক্ষ জানায়, পেজটি ফিরে পেতে ইতোমধ্যে ফেসবুক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। আপাতত কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানানো হয়েছে।
হ্যাক হয়েছে ‘দ্য এডিটরস’র ফেসবুক পেজ, বিভ্রান্ত না হওয়ার আহবান
পূর্ববর্তী পোস্ট