অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের রায়দিঘির তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ক ও অভিনেত্রী দেবশ্রী রায় দলত্যাগ করেছেন। দল তাকে সম্মান দেয়নি ও ব্যবহার করেছে- এমন অভিযোগ এনে দলত্যাগ করেন তিনি।
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনুযোগ করে দেবশ্রী জানান, তৃণমূলের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চান না তিনি। সোমবারই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে তার সিদ্ধান্ত জানিয়ে চিঠি পাঠিয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকার।
দেবশ্রী বলেন, ‘টানা ১০ বছর মানুষের জন্য কাজ করেছি। সেটা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তবে বেশি করে অভিনয়ে ফেরার কথা ভাবছি। ওটাই আমার আসল জগৎ। এখনও সম্মানের সঙ্গে ডাক পাই।’
দলত্যাগের কারণ জানাতে গিয়ে তিনি বলেন, ‘দলের জন্য কী করিনি! দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) আমাকে মঞ্চে নাচতে বলেছেন। নেচেছি। পঞ্চকন্যা অনুষ্ঠানে রানিকে (অভিনেত্রী রানি মুখার্জি) এনে দিতে বলেছেন। দিয়েছি। কিন্তু দল আমাকে কী দিয়েছে? দু’বার বিধায়ক হয়েছি। কিন্তু মন্ত্রিত্ব দূরের কথা, দল বা সরকারের কোনো কমিটিতেও জায়গা পাইনি।’
বিজেপিতে যোগ দেবেন কি-না জানতে চাইলে দেবশ্রী বলেন, ‘এখনও কিছু ভাবিনি। অভিনয়ে ফেরার ইচ্ছা। কয়েকটা অফারও পেয়েছি। আর আমি বিজেপিতে যোগ দিতে চাই এমনও নয়। কেউ সম্মান দিয়ে ডাকলে ভেবে দেখব। না হলে নিজের জগৎ নিয়েই থাকব। সবার উপরে আমি একজন শিল্পী।’