রাজনীতির খবর : করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরও প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজশাহী-২ সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ।
বুধবার (১৪ এপ্রিল) ওয়ার্কার্স পার্টির সিটি ইউনিট সভাপতি লিয়াকাত আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ৮ এপ্রিল করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর থেকে তিনি অসুস্থ বোধ করেন। গত ১২ এপ্রিল তিনি ঢাকা আসেন এবং পরদিন আবার রাজশাহীতে ফেরত যান। শরীরে জ্বর থাকার কারণে তিনি নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেন। বুধবার তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
ফজলে হোসেন বাদশাকে রাত ৯টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে মেডিসিনের সহযোগী অধ্যাপক আজিজুল হক আজাদ তাকে পরীক্ষা করেন। তার শরীরে ১০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা আছে, এ ছাড়া তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।