সাতক্ষীরার দুই ক্রিকেটার সৌম্য ও মোস্তাফিজে ভর করে বাংলাদেশ সদ্য জয় পেয়েছে আইরিশদের বিরুদ্ধে। ত্রিদেশীয় সিরিজে চেনা ছন্দে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের তথা সাতক্ষীরার এ বাঁহাতি পেসার দুই ম্যাচে বল হাতে নিয়ে জাদু দেখিয়েছেন। যার স্বীকৃতি পেলেন আইসিসির কাছ থেকে। ‘দ্য ফিজ’ ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে জায়গা পেয়েছেন সোমবার।
আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, বোলিং র্যাংকিংয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন মোস্তাফিজ। ৫৮৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনি ১৩ ধাপ ওপরে উঠেছেন। আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে তিন জাতির সিরিজে মোস্তাফিজ ৬ উইকেট নিয়েছেন। সিরিজের শেষ ম্যাচে আগামী বুধবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
আইরিশদের বিপক্ষে প্রতিযোগিতার প্রথম ম্যাচে বোলিং করার সুযোগ পান নি মোস্তাফিজ। কারণ বাংলাদেশের ইনিংসের মাঝপথে বৃষ্টি শুরু হলে পরিত্যক্ত হয় ম্যাচ। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ উইকেট নেন ৩৩ রান দিয়ে। ৯ ওভারের একটি দিয়েছিলেনে মেডেন। যদিও ব্যাটিং ব্যর্থতায় ম্যাচটি হেরে যায় বাংলাদেশ। আর সর্বশেষ ম্যাচে বাংলাদেশের ৮ উইকেটের জয়ে অন্যতম অবদান ছিল মোস্তাফিজের। আয়ারল্যান্ডকে নিজেদের তৃতীয় ম্যাচে ১৮১ রানে গুটিয়ে দিতে ৯ ওভারে ২৩ রান দিয়ে নেন ৪ উইকেট। ম্যাচসেরার পুরস্কারও জেতেনে মোস্তাফিজ।
ব্যাটসম্যানদের র্যাংকিংয়েও বাংলাদেশের জন্য সুখবর দিয়েছে আইসিসি। ত্রিদেশীয় সিরিজের গত দুই ম্যাচে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে হাফসেঞ্চুরি করেছিলেন সৌম্য সরকার। কিউইদের বিপক্ষে ৬১ রানের পর আয়ারল্যান্ডকে হারাতে ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলেন এ ওপেনার। র্যাংকিংয়ে ৭ ধাপ উন্নতি হয়েছে তার। এখন তিনি ২৭ নম্বরে।
অলরাউন্ডার র্যাংকিংয়ে যথারীতি শীর্ষে আছেন সাকিব আল হাসান। সূত্র- আইসিসি