বিদেশের খবর : জন্মদিনের অনুষ্ঠানে প্রেমিকের বন্দুক হামলায় প্রেমিকাসহ ৬ জন নিহত হয়েছেন। হামলার পর আত্মহত্যা করেছেন প্রেমিক নিজেও। তবে জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত শিশুদের দিকে গুলিবর্ষণ করেননি ঘাতক প্রেমিক।
রোববার (৯ মে) এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানিয়েছে কলোরাডো পুলিশ। তবে, সংশ্লিষ্টদের নাম এখনো প্রকাশ করা হয়নি।
কলোরাডো স্প্রিংস পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর ৬ ব্যক্তির মরদেহ উদ্ধার করে। একইসঙ্গে আশঙ্কাজনক ভাবে আহত অবস্থায় আরও এক ব্যক্তিকে উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
বিবৃতিতে পুলিশ আরও জানিয়েছে, ‘অভিযুক্ত হামলাকারী জন্মদিনের পার্টিতে নিহত নারীদের মধ্যে একজনের প্রেমিক। অভিযুক্ত ওই ব্যক্তি গাড়ি চালিয়ে ঘটনাস্থলে যান, হেঁটে ভেতরে ঢোকার পরই অতিথিদের ওপর গুলিবর্ষণ শুরু করেন। পরে তিনি নিজেও আত্মহত্যা করেন।’
পুলিশের দেওয়া তথ্যমতে, জন্মদিন উদযাপনে বন্ধু-বান্ধব, পরিবারের সদস্য ও শিশুরা সেখানে জড়ো হয়েছিলেন। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি সেখানে বন্দুক হামলা চালান।
এদিকে, যুক্তরাষ্ট্রে প্রতিবছরই ব্যক্তিগত বন্দুক ব্যবহার করে এ ধরনের হামলার ঘটনা ঘটে থাকে। এ ধরনের ঘটনা এড়াতে দেশটির বন্দুক আইনে পরিবর্তনের কথা ভাবছে বাইডেন প্রশাসন।