ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে শুরু হওয়া লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। এর আগে এক দফা সময় বাড়িয়ে সাতক্ষীরা ২ সপ্তাহ ধরে লকডাউন চলে আসছে।
শরিবার থেকে তৃতীয় দফার এই লকডাউন শুরু হবে এবং আগামী ২৫ জুন রাত ১২ টা পর্যন্ত চলবে।
আজ জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় ক্রমাগত করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কোভিড-১৯ রোগীদের সুচিকিৎসার জন্য জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে সম্পূর্ণরূপে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছে স্বাস্হ্য অধিদপ্তর।
এ সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন আসছে……………..