মাহফিজুল ইসলাম আককাজ : ‘নিরাপদ প্রসব চাই-স্বাস্থ্য কেন্দ্রে চল যাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নিরাপদ মাতৃত্ব দিবস-২০১৭ উদ্যাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তওহীদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইণী বিভাগের কনসালটেন্ট এহছেন আরা, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আরিফুজ্জামান, নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ মঞ্জু রানী দেবনাথ প্রমুখ। এসময় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ও নার্সিং ইনন্সিটিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার শাহীনুর খাতুন।
পূর্ববর্তী পোস্ট