আন্তর্জাতিক ডেস্ক : শান্ত এক বিকেল। রাস্তায় সারিবদ্ধভাবে পার্ক করা ছিল কিছু গাড়ি। পাশেই ফোনে কথা বলতে বলতে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক নারী। এমন সময় রাস্তার নিচে থাকা পানির পাইপে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর পানি উঠে যায় সাততলার সমান উচ্চতায়। পুরো ঘটনাটি ধরা পড়ে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায়।
ঘটনাটি ঘটে ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি রাস্তায় স্থানীয় সময় সোমবার দুপুর ২টায়।
বিস্ফোরণে রাস্তার উপরে থাকা গাড়িগুলো দুমড়ে-মুচড়ে যায়, ভেঙ্গে যায় রাস্তার পাশের কয়েকটি বাড়ির জানালা ও দেয়াল। পানির পাইপের পানি ও কাঁদামাটি পাশের একটি বিল্ডিংয়ের সাত তলা পর্যন্ত গিয়ে পৌঁছায়। বিস্ফোরণের আঘাতে ওই ক্যামেরাটিও অকেজো হয়ে যায়।
কী কারণে এত বড় দুর্ঘটনা ঘটল, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনায় কেউ আহত হননি।