রাজনীতির খবর : গোপালগঞ্জের কাশিয়ানীতে ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারটিতেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা পরাজিত হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (১২ নভেম্বর) কাশিয়ানী উপজেলা নির্বাচন অফিস থেকে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল পাওয়া গেছে।
এতে দেখা যায়, কাশিয়ানী সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আলী খোকনের কাছে পরাজিত হয়েছেন নৌকার প্রার্থী মশিউর রহমান খান। মো. আলী খোকন আনারস প্রতীকে নয় হাজার ৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মশিউর রহমান খান নৌকা প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৩৬৯ ভোট।
সাজাইল ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম স্বতন্ত্র প্রার্থী মাহাবুবুল আলমের কাছে পরাজিত হয়েছেন। এখানে স্বতন্ত্র প্রার্থী মো. মাহাবুবুল আলম মোটরসাইকেল প্রতীকে ছয় হাজার ৬১২ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজী জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে পেয়েছেন চার হাজার ৩১০ ভোট।
পারুলিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে দুই হাজার ২৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিল্লাল হোসেন টেলিফোন প্রতীকে পেয়েছেন এক হাজার ৬৪২ ভোট।
মাহমুদপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক মিরাজ চশমা প্রতীকে এক হাজার ৫১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আলী অটোরিকশা প্রতীকে এক হাজার ৪৩৫ ভোট পেয়েছেন।
মহেশপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত লুৎফর রহমান মিয়া চার হাজার ৬৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে আবুল বাসার মোল্লা পেয়েছেন তিন হাজার ৮৪৪ ভোট।
রাজপাট ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিল্টন মিয়া চার হাজার ৩২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেলিফোন প্রতীকের সাইফুল সরদার পেয়েছেন দুই হাজার ২৯৯ ভোট।