খেলার খবর: গুঞ্জনটা আগেই শোনা গিয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন আকরাম খান। শেষ পর্যন্ত তাই হচ্ছে। পারিবারিক কারণে এই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন বলে জানিয়েছেন সাবেক এই তারকা ক্রিকেটার।
আজ মঙ্গলবার বনানীতে নিজের বাসায় সাংবাদিকদের আকরাম খান বলেন, ‘হ্যাঁ, পারিবারিক কারণে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াতে হচ্ছে আমাকে। তবে বিসিবি সভাপতির সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আমি এখানে অনেক বছর ছিলাম। এখানে মানসিক ও শারীরিক শক্তির দরকার হয়। সব মিলিয়েই বিরতির জন্য এই সিদ্ধান্ত।’
বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘আমরা পারিবারিকভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি এ ব্যাপারে। আমি আট বছর ক্রিকেট পরিচালনা বিভাগে ছিলাম, এখানে বোর্ড প্রেসিডেন্টের কাছ থেকে সবচেয়ে বেশি সাহায্য পেয়েছি। তো উনার সঙ্গে আলাপ করে হয়তো কালকের মধ্যে আমার সিদ্ধান্তটা জানিয়ে দেব।’
আকরাম খান বেশ কিছুদিন ধরে বিসিবির বিভিন্ন গুরত্বপূর্ণ পদে আছেন। তিনি জাতীয় দলের নির্বাচক ও প্রধান নির্বাচকের দায়িত্ব পালনের পর ২০১৪ সালে বিসিবির পরিচালক হন। এ নিয়ে দ্বিতীয় মেয়াদে বিসিবি পরিচালকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সাবেক এই অধিনায়ক।