আসাদুজ্জামান : সাতক্ষীরার পাটকেলঘাটার গ্রামে নিয়মিত জুয়ার আসর বসছে। এতে নিরীহ মানুষ যেমন সর্বস্বান্ত হচ্ছে। তেমনি এলাকায় চুরি ডাকাতির ঘটনাও বেড়ে গেছে।
তবে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল হাসান বলেন, জুয়ার আসর সম্পর্কে কোনো খবর আমার কাছে নেই। খোঁজ নিয়ে প্রমাই পেলে অবশ্যই তা তুলে দেওয়া হবে।
এলাকার লোকজন জানান, কুমিরা ইউনিয়নের নোয়াকাটি গ্রামে একটি আমবাগানের মধ্যে প্রতিদিন সন্ধ্যায় বসে জুয়ার আড্ডা। একইভাবে জুয়ার আড্ডা বসে সরুলিয়া ইউনিয়নের ছোট কাশীপুর গ্রামের একটি আমবাগানে। রাতভর জুয়ার আড্ডার সুযোগে চারদিকে চুরি ডাকাতি বেড়ে গেছে বলে জানান তারা। জুয়ায় বসে সর্বস্ব হারাচ্ছে কিছু মানুষ।
খোঁজ নিয়ে জানা গেছে, রোববার রাতে নোয়াকাটি গ্রামের জুয়াড়ি আবু সাঈদের বাড়ি থেকে তিনটি মোটর সাইকেল উদ্ধার করেছে পাটকেলঘাটা থানা পুলিশ। তবে ওসি বলেন, এগুলি চোরাই নয়। বরং মালিকরা তার কাছে বন্ধকি রেখেছে বলে তারা জানিয়েছে। এদিকে কয়েকদিন আগে খলিসখালি ইউনিয়নের কাটাখালি গ্রামের মধুসূদন মন্ডলের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা বাড়ির ১০ তোলা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। এ ছাড়া রোববার রাতেও পাটকেলঘাটা বাজারের অগ্রণী ট্রেডার্সে চুরি হয়েছে। চোরেরা দোকানের নগদ টাকা চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দোকান মালিক।