দেশের খবর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দুই ছেলেসহ করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে আইসিটি প্রতিমন্ত্রী তার ফেসবুক পেজে এ তথ্য জানান।
তিনি লিখেছেন, ‘কিছুক্ষণ আগে কভিড টেস্ট রিপোর্ট পেয়েছি। রিপোর্টে আমার, আমার বড় ছেলে অপূর্ব এবং মেজ ছেলে অর্জনের কভিড পজিটিভ এসেছে।’
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাঁর পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি সবাইকে টিকা নেওয়ার ও স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান।
উল্লেখ্য, আইসিটি প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর শেষে গত সপ্তাহে ঢাকায় ফিরেছেন।
এ দিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৭ জনে।
নতুন করে আরো ৭৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৬ হাজার ৯১৫ জনে।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ৪ জন পুরুষ ও ২ জন নারী । তাদের মধ্যে ঢাকায় ৩, চট্টগ্রামে ২ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।