প্রায় দুই মাস আগে চাকরি চলে যায় ওই ব্যক্তির। বয়স ৪৫। আজ সোমবার ওই অফিসে আবার আসেন তিনি। পাঁচজন প্রাক্তন সহকর্মীকে গুলি করে হত্যা করেন তিনি। পরে নিজে আত্মহত্যা করেন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডে স্থানীয় সময় আজ সোমবার সকালের দিকে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির মালিক ইতালিয়ান বলে জানা যায়।
মেইল অনলাইন জানিয়েছে, হামলাকারী ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি পুলিশ।
স্থানীয় শেরিফ জেরি ডেমিংস জানিয়েছেন, ওই হামলা করেছেন ‘হতাশ সাবেক কর্মী’। তবে এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন তিনি।
ডেমিংস জানান, স্থানীয় সময় সকাল ৮টার দিকে ইন্ডাস্ট্রিয়াল পার্কে থাকা ওই প্রতিষ্ঠান থেকে ফোন আসে। পুলিশ খবর পাওয়ার দুই মিনিটের মধ্যে সেখানে উপস্থিত হয়। পরে তিনজন পুরুষ ও একজন নারীকে নিহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আহত অবস্থায় একজনকে হাসপাতালে নেওয়া হয়। পরে তিনিও মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অস্ত্র ও একটি ছুরি হাতে ওই প্রতিষ্ঠানে প্রবেশ করেন ওই ব্যক্তি। তবে ছুরি ব্যবহারের কোনো প্রমাণ পায়নি পুলিশ।
গত বছর ১১ জুন একই শহরে একটি নাইট ক্লাবে সন্ত্রাসী হামলা হয়। ওই হামলায় ৪৯ জন নিহত হন।