পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় ইফতারির বাজারে মন্দাভাব মৌসুমী ফলের সমারহে বাজার ভরপুর হয়ে রয়েছে। বিভিন্ন প্রকারের আম, জাম, কাঁঠাল, লিচু, সবেদা, পেয়ারা, জামরুল, শসা, কলা এধরনের মৌসুমী ফলে ছেয়ে গেছে পাটকেলঘাটার বাজার গুলো। এদিকে হোটেল রেস্তরার সামনে পসরা বসিয়ে রকমারী পেয়াজু, চপ, ছোলা, বুট, শাহি জিলাপি, বেগুনি, পাপড় এসকল বিক্রয়ের দোকান গুলোতে ক্রেতাশূন্য দেখা দিয়েছে। পাটকেলঘাটা জনতা রেস্তুরেন্ট, ঘোষ ডেয়ারী, উৎসব রেস্টুরেন্ট, রফিক হোটেল এর মালিকরা জানান পবিত্র রমজান মাসে প্রতিবারই বিকাল থেকে ইফতারির পূর্ব মুহুর্ত পর্যন্ত ১০/১২ জন কর্মচারীর কর্মব্যস্ততা এতটাই বেড়ে যায় যে অন্য কাজ করার সময় পাইনা, কিন্তু এবার ১০ রোজা পার হলেও এমন কিছু হয়নি। এর কারন হিসেবে হোটেল রেস্টুরেন্ট দোকারীরা জানান, ভরপুর ফলের মৌসুম থাকায় এমনটি হয়েছে। তাছাড়া প্রচন্ড গরমে রোজাদারের ফলমুলের দিকে বেশী ঝুকছেন যে কারনে ভাজার উপরে প্রভার কম পড়ায় ব্যবসায়ীক ভাবে লোকসান গুনতে হচ্ছে। বেশ কিছু রোজাদার মুসুল্লিদের সাথে ইফতারী সম্পর্কে আলাপকালে জানা যায়, ভাজার থেকেও তুলনামুলক এবার বিভিন্ন ধরনের ফলের দাম কম থাকায় তারা মৌসুমী ফল ফলারির উপর ঝুকে পড়ছেন।
পূর্ববর্তী পোস্ট