দেশের খবর: নোয়াখালীর সেনবাগ উপজেলায় চুমকি (২৬) নামে এক হিজড়াকে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৮ মার্চ) দুপুর পৌনে ৩টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ২ নারীসহ তিনজনকে আটক করেছে।
স্থানীয়রা জানান, নিজসেনবাগ গ্রামের রাজ্জাক পুলিশের বাড়িতে আগামী রোববার একটা শিশুর আকিকা অনুষ্ঠান হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আকিকার অনুষ্ঠানের টাকা চাইতে যায় দুজন হিজড়া। এ সময় তাদেরকে দুইশ টাকা দেওয়া হলে তারা আরও টাকা দাবি করেন। এরপর কথা-কাটাকাটি হলে জহিরুল নয়নের পরিবারের সদস্যরা হিজড়া চুমকির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
অভিযুক্ত বিবি রহিমা জানান, হিজড়ারা তাদের কাছে ৫ হাজার টাকা দাবি করেন। তারা দিতে অপারগতা প্রকাশ করলে ভয় দেখানোর জন্য হিজরা চুমকি নিজেই নিজের শরীরে আগুন ধরিয়ে দেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে জিজ্ঞাসাবাদের তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।