তিনি বিজেপি সমর্থক, কিন্তু সেই তাঁকেই দেখা যাবে কংগ্রেসি মেজাজে! কেন জানেন? আসলে, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বারুর বই, ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার: দ্য মেকিং অ্যান্ড আনমেকিং অব মনমোহন সিং’-এর ওপর ভিত্তি করে তৈরি হতে চলেছে একটি ছবি৷ আর তাতেই মনমোহন সিং-এ ভূমিকায় দেখা যাবে অনুপম খেরকে৷ বুধবার মুক্তি পাবে এই ছবির ফার্স্ট লুক৷ এমনকি সব ঠিক থাকলে আগামী বছর ডিসেম্বরেই হয়তো প্রধানমন্ত্রী অনুপম খেরকে দেখতে পাবেন দর্শকেরা৷
জাতীয় পুরস্কার বিজয়ী হনসল মেহতা রয়েছেন এই ছবির চিত্রনাট্যের দায়িত্বে৷ মুখ্য ভূমিকায় অনুপম খের স্থির হয়ে গেলেও, অন্যান্য ভূমিকায় কাদের দেখা যাবে তা এখনো স্থির হয়নি৷ চলছে শেষ মুহূর্তের অডিশন পর্ব৷ গ্যাংস অব ওয়াসেপুর, সাহেব বিবি অউর গ্যাংস্টারের প্রযোজক সুনীল বোহরা এই ছবির প্রযোজনা করছেন৷ বরাবরই চ্যালেঞ্জিং রোলে দেখা দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের৷ তাই এবার এমন একটি গুরুদায়িত্ব পেয়ে তিনি যে খুশি এবং সেই সঙ্গে প্রস্তুতও, জানিয়েছেন একটি সংবাদমাধ্যমকে৷ প্রধানমন্ত্রী তো হল, এবার অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকাগুলিতে কারা দেখা দেবেন সেটাই দেখার৷ সূত্র-সংবাদ