ডেস্ক: আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৪ টা ৫ মিনিটে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। এই ম্যাচে মেসি খেললেও, খেলবেন না বার্সেলোনায় তারই সতীর্থ নেইমার।
প্রীতি ম্যাচ হলেও আর্জেন্টিনার জন্য বাড়তি গুরুত্ব পাচ্ছে এই ম্যাচ। কাল এই ম্যাচের মাধ্যমে আর্জেন্টিনার নতুন কোচ হোর্হে সাম্পাওলির যুগ শুরু হচ্ছে।
ম্যাচের অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ উপলক্ষে ইতিমধ্যেই গোটা এমসিজির নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ফিফার মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান বলছে, দু’দল ১০৩ বার মুখোমুখি হয়েছে। ব্রাজিল জিতেছে ৪০ বার, ৩৭ বার আর্জেন্টিনা। ২৬টি ম্যাচ হয়েছে ড্র। সর্বশেষ দেখায় আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল।
গত নভেম্বরের এই পরাজয় প্রভাব ফেলেছে আর্জেন্টিনার বাছাই পর্বের দুর্দশায়। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। আর্জেন্টিনা এখনো পাঁচে পড়ে আছে।