নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার প্রথম অনলাইন সাহিত্য পত্রিকা ‘মাসিক সাহিত্যপাতা’র আলোচনা সভা, সম্মাননা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯জুন) বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মিলনায়তনে মাসিক সাহিত্যপাতার উপদেষ্টা আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময় তিনি বলেন, ‘সাহিত্য ও সংস্কৃতিমনা মানুষের মধ্যে সকল বৈষম্য দূর করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ জেলার সাহিত্যাঙ্গণকে আরো এগিয়ে নিয়ে যেতে মাসিক সাহিত্যপাতা সাহসী ও আন্তরিক ভূমিকা রেখে চলেছে। ‘মাসিক সাহিত্যপাতা’ একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা হিসেবে সাতক্ষীরার সাহিত্য-সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলেছে। ‘মাসিক সাহিত্যপাতা’ ২০০৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সাহিত্য বিষয়ক প্রকাশনা, সাহিত্যসভা, সাহিত্য সম্মেলন, সাহিত্য সম্মাননা ও ধর্মীয় উৎসব উদ্যাপনসহ সাহিত্য সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে জেনে আমি আনন্দিত। বর্তমান সময়ে ‘মাসিক সাহিত্যপাতা’র তরুণ সাহিত্যকর্মীরা এ জেলার সাহিত্য-সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবে এবং বেগবান করে তুলতে উজ্জ্বল ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।’
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাসিক সাহিত্যপাতার সভাপতি মো. সাকিবুজ্জামান। অনুষ্ঠানে জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দের কাছ থেকে ‘মাসিক সাহিত্যপাতা সম্মাননা ২০১৭’ গ্রহণ করেন বিশিষ্ট ছড়াকার আহমেদ সাব্বির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতি, সাহিত্য ও ভাষা গবেষক অধ্যাপক কাজী মুহম্মদ অলিউল্লাহ, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আজিজুল হক, মাসিক সাহিত্যপাতার উপদেষ্টা আলহাজ্ব মো. আব্দুর রব ওয়ার্ছী, অধ্যাপক মোজাম্মেল হক, দৈনিক কাফেলার চিফ রিপোর্টার এম ঈদুজ্জামান ইদ্রিস, জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ম. জামান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মাসিক সাহিত্যপাতার মহিলা বিষয়ক সম্পাদক তামান্না জাবরিন, সহ সম্পাদক মোহায়মেনুল আলম মারকোচ, শরিফুল ইসলাম, বাসুদেব ম-ল শুভ, রাকিব হায়দার, আয়েশা খাতুন, কবি শাহিনা কাজল, ওসমান গণি সোহাগ, রোকনুজ্জামান, রবিউল ইসলাম, আল মামুন, হাফেজ মো. ইব্রহিম হোসেন, হাফেজ হাবিবুল বাসার, হা: আনোয়ার হোসাইন, মো. ইব্রাহিম খলিল, জান্নাতুল ফেরদৌস খুশিসহ জেলার বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। ইফতারের আগে পরিত্র মাহে রমজান ও যাকাত শীর্ষক আলোচনা ও বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাসিক সাহিত্যপাতার সম্পাদক মো. আব্দুর রহমান।
পূর্ববর্তী পোস্ট