অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এই প্রথম আইসিসির বড় কোনও টুর্নামেন্টের শেষ চার নিশ্চিতের পর অধিনায়ক মাশরাফি স্মরণ করেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের।
বাংলাদেশের ক্রিকেটে বড় এই অর্জনে ক্রিকেটার হিসেবে মাশরাফি গর্বিত। নিজে গর্বিত হওয়ার পাশাপাশি সাবেক ক্রিকেটাররা যারা জাতীয় দলের জন্য অবদান রেখে গেছেন তাদের কথাও স্মরণ করলেন তিনি। আমিনুল ইসলাম বুলবুল, নাঈমুর রহমান, হাবিবুল বাশার, আকরাম খান, মোহাম্মদ রফিকদের কথা বিন্দুমাত্র ভোলেননি মাশরাফি। তাদের অবদান স্মরণ করতে গিয়ে তিনি বলেছেন, ‘সবচেয়ে বেশি ধন্যবাদ পাবেন যারা অনেক আগে ক্রিকেট খেলেছেন। ছোট ছোট পদক্ষেপ ফেলে আজকে বাংলাদেশ ক্রিকেটের এই জায়গায় এসেছে। আজকে হয়তো দলে অনেক তারকা আছে। কিন্তু আমি মনে করি একটা নিয়মের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট এই পর্যায়ে এসেছে।’
মাশারাফি স্বপ্ন দেখতেন, বাংলাদেশ একদিন সেমিফাইনালে খেলছে। সেই স্বপ্ন পূরণ হওয়ার পর নিজের অনুভূতি ভাগাভাগি করেছেন এভাবে, ‘এটা আমাদের জন্য বিশাল এক অর্জন। ক্রিকেটার হিসেবে আমি গর্বিত, অধিনায়ক হিসেবে তো বটেই। আমার অধীনেই দল চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠেছে, এর চেয়ে বেশি আর কী-ই বা চাওয়ার ছিল। সবসময় বাংলাদেশ দলকে এ অবস্থায় দেখতে চেয়েছি।’
সঙ্গে যোগ করলেন, ‘আমি একজন খেলোয়াড় হিসেবে দেখতে চেয়েছিলাম বাংলাদেশের ক্রিকেট একদিন এই জায়গায় আসবে। কিন্তু চ্যাম্পিয়ন হলেও কিংবা বিশ্বের এক নম্বর দল হলেও উন্নতির জায়গা থাকে। আমরা সবে মাত্র ভালো খেলা শুরু করেছি। এটার গ্রাফটা ধরে রাখাই আমাদের দায়িত্ব।’
মাশরাফির বিশ্বাস তরুণ ক্রিকেটারদের স্বপ্নটা আরও বড় করতে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ‘এটি নতুনদের ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখতে সাহায্য করবে। সেমিতে প্রতিপক্ষ যেই হোক আমরা প্রস্তুত।’