আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে ২০২২-২০২৩ অর্থ বছরের মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ১১টি ইউনিয়নের ২৫টি (আংশিক) প্রাতিষ্ঠানিক জলাশয় ও বিলে বর্ষায় প্লাবিত ধানক্ষেতে ৪৮৩কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
রবিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ও উপজেলা সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
মাছ অবমুক্তকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, পিআইও মোঃ সোহাগ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে উপজেলার ১১টি ইউনিয়নের ২৫টা প্রাতিষ্ঠানিক জলাশয় গুলোতে মোট ৪৮৩কেজি পোনা মাছ অবমুক্ত হয়েছে।