নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ভবানীপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রবীণ বিজ্ঞান শিক্ষক বি,এস,সি খোন্দকার মীজানুর রহমান প্রায় ৩৯ বছর দীর্ঘ শিক্ষাকতা জীবন শেষে সোমবার(৫ সেপ্টেম্বর ২০২২) অবসর গ্রহণ করেন।
তার অবসর গ্রহন উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে সোমবার সকালে প্রধান শিক্ষক বি এস এম আবজারুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: মোশারফ হোসেন, প্রাক্তন ছাত্র ও বিশিস্ট সাংবাদিক মো: আব্দুল জলিল, প্রাক্তন এডহক কমিটির সভাপতি মোতাহার হোসেন, ডা: বাপ্পী, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ইদ্রিস আলম।
উপস্থিত ছিলেন, জাকির হোসেন তুহিন, মো: আবু বক্কর সিদ্দিক, শিক্ষক আব্দুল্লাহ আল্ মামুন, বিধান ঘোষ, নিউ মিজান, উজ্জল বিশ^াস, শাহ্ সুলতান, মনোয়ার জাহিদ চঞ্জল, আফরোজা বুলবুলি, নাজমা খাতুন, ওসমান গনি। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ আল্ আমিন।
বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, সহকারি শিক্ষক ওল্ড মিজান স্যার আমাদের মাঝে চির স্বরণীয় হয়ে থাকবেন। তিনি তার দীর্ঘ চাকুরি জীবনে যেমন ভাবে শিক্ষার আলো ছড়িয়েছেন তেমনি ভাবে সকল শিক্ষক মন্ডলি এমনকি এলাকাবাসির সাথে তার সম্পর্ক ছিলো অত্যান্ত মধুর। আমরা তাকে সব সময় মনে রাখবো। এসময় বক্তাগন তার দীর্ঘায়ু কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে কান্নাজড়িত কন্ঠে বিদায়ী শিক্ষক খোন্দকার মীজানুর রহমান বলেন, আমি মৃত্যুর আগ পর্যন্তও এই প্রতিষ্ঠান,শিক্ষক মন্ডলী এমনকি ছাত্র-ছাত্রীদের কখনো ভূলতে পারবো না। দীর্ঘ চাকুরি জীবনে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই প্রতিষ্ঠানে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আগের বিদায়ী শিক্ষক খোন্দকার মীজানুর রহমান বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম আশরাফ আলী স্যারের কবর জিয়ারত করেন। এসময় দোয়া পরিচালনা করেন হাফেজ মো: আল্ আমিন।