প্রেস বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সাতক্ষীরা জেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত ৩১ আগষ্ট সংগঠণটির কেন্দ্রীয় কমিটির সভাপতি বিধান বিহারী গোস্বামী ও মহাসচিব অ্যাড. গোবিন্দ চন্দ্র প্রামানিক স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ঠ কমিটির অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর নব গঠিত সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক হলেন অ্যাড. অসীম কুমার মণ্ডল, সাতজন যুগ্ম আহবায়ক প্রদীপ কুমার মণ্ডল, মোহিদ কুমার মণ্ডল, মনোতোষ কুমার মণ্ডল, প্রফেসর অনন্ত কুমার মণ্ডল, বিজন কুমার মণ্ডল, দেবীরঞ্জন মণ্ডল, সদস্য সচিব অ্যাড.
সুনীল কুমার ঘোষ, সাতজন যুগ্ম সদস্য সচিব হলেন তাপস কুমার মণ্ডল, মিন্টু কুমার দাস, কৃষ্ণপদ দাস, তনু কুমার রায়, সরোজিৎ কুমার, ডাঃ বিষ্ণুপদ মণ্ডল, প্রভাষক দেবাশীষ কুমার মণ্ডলভ ১৬ জন সদস্যরা হলেন, অসীম কুমার মণ্ডল, পলাশ দাস, শ্রীবাস কুমার মণ্ডল,
শুভ কুমার রায়, সৌভিক কুমার মণ্ডল, ললিতা বাহাদুর, রঞ্জন কুমার মণ্ডল, অ্যাড. স্বপন কুমার মণ্ডল, অ্যাড. সাধান কুমার ঘোষ, মাষ্টার দীপক চন্দ্র, সুরঞ্জন কুমার গাইন, তরুন কান্তি মণ্ডল, শ্যামল কুমার দাশ, অসীম কুমার দাশ ও সুধান্য কুমার দাস।