আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চতুর্থ সেমিফাইনালিষ্ট নির্ধারনি ম্যাচে পাকিস্তানকে ২৩৭ রানের লক্ষ্য ৩ উইকেটে জয় পেল পাকিস্তান। সেই সাথে সেমিফাইনালে পৌঁছে গেল পাকিস্তান।
সহজ টার্গেট তাড়া করতে নেমে প্রথমে শ্রীলঙ্কার ভালো বলিং এর কারণে ব্যাটিং বিপর্যয়ে পরে । একের পর এক উইকেট হারিয়ে হারিয়ে পাকিস্তানের সেমিফাইনাল প্রায় অনিশ্চিত হয়েই গিয়েছিল। কিন্তু শ্রীলঙ্কার বাজে ফিল্ডিংয়ের কারণে পাকিস্তান জয়ের দেখা পেল।
ধসেপড়া ভগ্ন স্তূপ থেকে পাকিস্তানকে টেনে তুলেন সরফরাজ। তা না হলে পাকিস্তানের প্লেনের টিকিট ধরতে হতো। সরফরাজের ভালো ব্যাটিং এর কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে টান টান উত্তেজনা ম্যাচে জয় পেল পাকিস্তান। সরফরাজের সাথে আমির দিকভ্রান্ত নৌকার হাল ধরেন। সরফরাজ ৮০ বলে ৫১ রান ও আমির ৪৩ বলে ২৮ রান করেন।