নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জের আলোচিত ভগ্নিপতি হত্যার মূল আসামীকে গ্রেফতার করেছে র্যাব। ১৮ সেপ্টেম্বর র্যাব-৬ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে চাঞ্চল্যকর হত্যা মামলার মূল হোতা মোঃ আহাদ আলী গাজীকে যশোর মনিরামপুর থেকে গ্রেফতার করে।
র্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার মেজর জে এম গালিব হোসাইন খান জানান, কালিগঞ্জের কালিকাপুরে মোঃ সামছুর গাজীর ছেলে মোঃ মিজানুর কর্তৃক মাছের ঘেরে মাছ চুরি করা নিয়ে গত ১৫ সেপ্টেম্বর দুপুরে তার শ্যালকদের কথা কাটাকাটির এক পর্যায়ে বড় শ্যালক মোঃ ফজর আলী এবং ছোট শ্যালক মোঃ আহাদ আলী গাজী শাবল দিয়ে সামছুর গাজীর মাথায় এবং গায়ে আঘাত করে। এছাড়াও তার স্ত্রীকেও আঘাত করে গুরতর জখম করে।
পরবর্তীতে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ সামছুর গাজীকে মৃত ঘোষনা করেন। এঘটনায় নিহতের পুত্র শাহিনুর বাদী হয়ে সাতক্ষীরা কালীগঞ্জ থানায় ০৬ জন সহ আরো অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
হত্যা মামলার মূল হোতা যশোর জেলার মনিরামপুর থানা এলাকায় গোপনে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার মনিরামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আহাদ আলী উক্ত হত্যার সাথে তার সরাসরি সম্পৃক্ততার কথা জানায়।
গ্রেফতারকৃত আসামীকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।