নিজস্ব প্রতিনিধিঃ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নারী ফুটবলার ডিফেন্ডার মাসুরা পারভীনের পরিবারকে মিষ্টিমুখ করালেন সাতক্ষীরা জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির নেতৃবৃন্দ ও জেলা ভুমিহীন সমিতির নেতৃবৃন্দ। শুক্রবার বিকেলে বিনেরপোতায় নারী ফুটবলার ডিফেন্ডার মাসুরা পারভীনের বাড়িতে গিয়ে তার পিতা রজব আলী ও মাতা ফাতেমা খাতুনসহ তার দুই বোনের মিষ্টিমুখ করান এবং তাদের সার্বিক খোজখবর নেন।
নেতৃবৃন্দরা হলেন সাতক্ষীরা জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সহ সভাপতি সাংবাদিক সেলিম হোসেন, শেখ আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক আবু সেলিম, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ,
সহ সভাপতি শেখ শওকত আলী, সদর উপজেলার সাধারণ সম্পাদক ইউসুফ আলী, প্রচার সম্পাদক সোহরাব হোসেন, শফিকুল ইসলাম, লাবসা ইউনিয়ন ভুমিহীন সমিতির সভাপতি শেখ রিয়াজুল ইসলাম, মৎস্য বিত্তনী আলমগীর হোসেন, সুপদ ব্যানার্জী প্রমূখ। এসময় সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও ডিফেন্ডার মাসুরা পারভীনের পরিবারকে বসতঘর তৈরি করে দেওয়া সহ পরিবারকে সার্বিক সহযোগীতা করা জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্টদের কাছে দাবি জানান জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটি ও জেলা ভুমিহীন সমিতির নেতৃবৃন্দরা।