নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ইউএনও আসার খবরে দাখিল পরীক্ষার শিক্ষার্থী সেজে প্রক্সি দেওয়ার সময় দৌড়ে পালালেন হাজীপুর জনাব আলী দাখিল মাদ্রাসা নারী শিক্ষক। সোমবার সাতক্ষীরার আশাশুনি উপজেলার গুনাকরকাটি দাখিল পরীক্ষা কেন্দ্রে এঘটনা ঘটেছে। ইউএনও ঘটনাস্থলে পৌছে প্রক্সি দেওয়া নারীকে না পেয়ে তার বিরুদ্ধে নিয়মিত আইনে মামলার নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, হাজীপুর জনাব আলী দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষার রেজিস্ট্রেশন করানো হয় লিপিকা নামের এক শিক্ষার্থীকে। কিন্তু লিপিকার পরিবর্তে নিয়মিত প্রক্সি দিয়ে আসছিলেন উক্ত মাদ্রাসার নারী শিক্ষক বাকড়া এলাকার সাবেক সুপার মৃত সোরবাব আলীর কন্যা হেনা খাতুন। বিষয়টি অন্যান্য শিক্ষার্থীদের নজরে আসলে শুরু হয় সমালোচনা। সোমবার কৃষি শিক্ষা বিষয়ের পরীক্ষা চলাকালিন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান কেন্দ্রে যান। কিন্তু ইউএনও আসার খবর পেয়ে আগেই কেন্দ্র থেকে পালিয়ে যান ওই নারী শিক্ষক হেনা খাতুন।
এবিষয়ে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান বলেন, প্রক্সির খবর পেয়ে কেন্দ্র পৌছে মেয়েটিকে পাওয়া যায়নি। তিনি ওই মাদ্রাসার শিক্ষক কিনা সেটি আমার জানা নেই। তবে কেন্দ্র সচিবকে নির্দেশ দিয়েছি নিয়মিত আইনে মামলা দায়ের করা জন্য।
এবিষয়ে কেন্দ্র সচিব নৈকাটি দাখিল মাদ্রাসার সুপার ইমদাদুল এর ব্যবহৃত মোবাইল নাম্বারে হক সোমবার সন্ধ্যায় একাধিবার ফোন দিলেও সংযোগ পাওয়া যায়নি।
আশাশুনিতে প্রক্সি দেওয়ার সময় দৌড়ে পালালেন হাজীপুর জনাব আলী দাখিল মাদ্রাসা নারী শিক্ষক !
পূর্ববর্তী পোস্ট