নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা,ত্রিশমাইল ও বিনেরপোতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
অভিযানে নেতৃত্ব দেন সড়ক ও জনপদ খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায়। এসময় সওজ,সাতক্ষীরার উপ-বিভাগীয় প্রকৌশলী মুহাম্মদ জিয়াউদ্দীন তার সাথে ছিলেন।
অনিন্দিতা রায় বলেন, পাটকেলঘাটা থেকে কালিগঞ্জ পর্যন্ত সড়কের দুধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। আজ (মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর) থেকে তিনদিন উচ্ছেদ অভিযান চলবে। অভিযান শেষে রাস্তার দুধারে সীমানা পিলার বসানো হবে। যাতে সওজের জায়গা কেউ অবৈধভাবে দখল করতে না পারে।
উল্লেখ্য: সাতক্ষীরায় সড়ক প্রশস্ত করণের লক্ষে বেশ কিছু ধরে পাটকেলঘাটা থেকে কালিগঞ্জ পর্যন্ত সড়কের সম্পত্তি দখলকারীদের স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়ে আসছিল সড়ক বিভাগ। কিন্তু স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান শুরু করেছে বলে জানিয়েছে সড়ক বিভাগ।