আশাশুনি প্রতিনিধিঃ বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিয়াউ ফান আশাশুনিতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন। গতকাল তিনি আশাশুনিতে পরিচালিত পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা-সাস কর্তৃক বাস্তবায়িত আশাশুনি কলেজে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রকল্প, গুচ্ছগ্রামে কমিউনিটি ভিত্তিক অভিযোজনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা ও লবণ সহনশীল জীবিকায়ন প্রকল্প সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি নাদিরা সুলতানা, পিকেএসএফ এর উপ-পরিচালক ফজলুল কাদের, এলজিইডির নির্বাহি প্রকৌশলী শাহেদুর রহমান, আশাশুনি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিন, সিসিসিপি প্রজেক্ট কো-অর্ডিনেটর জহির উদ্দিন, প্রোগ্রাম স্পেশালিষ্ট লিয়া, এলজিইডির সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, সাস এর পরিচালক শেখ ইমান আলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রভাস চন্দ্র সরদার প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট