নিজস্ব প্রতিনিধি :
যে দিন তিনি থাকবেন না সেদিন ফিংড়ীবাসী বুঝবেন নজরুল ইসলাম কি ছিলেন। সাতক্ষীরাবাসী বুঝবেন নজরুল ইসলাম কে ছিলেন। নজরুল ইসলাম একক কোন ব্যক্তি নন তিনি একটি প্রতিষ্ঠান। তিনি শুধু রাজনীতিবিদ নন তিনি একজন সমাজ সংষ্কারও বটে।
রোববার সন্ধ্যায় ফিংড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে নজরুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অকাল প্রয়াত যুবলীগ নেতা শেখ আফজাল হোসেন মারুফ প্রতিষ্ঠিত এন আই ইসলামীয়া লাইব্রেরী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও এন আই যুব ফাউন্ডেশনের সভাপতি শেখ মনিরুল হোসেন মাসুম।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেজুতি, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান,
বৈকারী ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, বড়দল ইউনিয়নের চেয়ারম্যান জগদিস চন্দ্র সানা, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশ, চম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোজাম, শ্রীউলা ইউপি চেয়ারম্যান দিপংকর বাছাড় দিপু, আশাশুনি সদরের ইউপি চেয়ারম্যান মো: হোসেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান ডাবলু, ফিংড়ী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম রবি প্রমুখ। এছাড়া সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, যুবলীগ নেতা অজয় দাস।
বক্তারা আরো বলেন, সাতক্ষীরাবাসীর জনপ্রিয় এই নেতাকে জেলা পরিষদ নির্বাচনে পরাজিত করার জন্য একটি চক্র গভীর ষড়যন্ত্রে নেমেছিলেন। কালো টাকার ছড়াছড়ি হয়েছিল। কিন্তু তারপরও সকল ষড়যন্ত্র ছিন্ন করে আল্লাহর অশেষ রহমতে তিনি পুনরায় জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ষড়যন্ত্র করেও নজরুল ইসলামকে দমিয়ে রাখতে পারেনি ওই ষড়যন্ত্রকারীরা। নজরুল ইসলাম শুধু ফিংড়ীবাসীর সম্পদ নন তিনি সমগ্র সাতক্ষীরাবাসীর গর্বিত সম্পদ। তিনি যেদিন থাকবেন না সেদিন আমাদের বুঝে আসবে তিনি কি ছিলেন। কে ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম।
তিনি বলেন, ফিংড়ী ইউনিয়নবাসী আমার জন্য অনেক করেছেন। আপনাদের ভালোবাসায় আমি সিক্ত। ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু জেলা পরিষদ নির্বাচনে আমার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছেন। ফিংড়ী ইউপি চেয়ারম্যান আমাকে সহযোগিতা না করলেও ১২ জন ইউপি সদস্য রাতদিন পরিশ্রম করেছেন। ৭৮ টি ইউনিয়নে ছুটেছেন। কোনভাবেই আপনাদের ঋণ শোধ করতে পারবো না। আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।
এর আগে ফিংড়ী ইউনিয়নের কৃতি সন্তান সাতক্ষীরার জনপ্রিয় নেতা নজরুল ইসলামকে শত শত মটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বরণ করে নেন ফিংড়ী ইউনিয়নবাসী।