নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ৪ লক্ষ ২০ হাজার টাকার প্রতারণার মামলায় কলারোয়ার কেরালকাতা ইউপি চেয়ারম্যান স ম মোর্শেদ আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদ-সহ সম পরিমান জরিমানা করেছে আদালত।
৩ নভেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় জনাকীর্ণ আদালতে সাতক্ষীরা যুগ্ন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারুক ইকবাল এ রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা গেছে, কলারোয়ার কুশোডাঙ্গা গ্রামের নুর বক্সের পুত্র রবিউল ইসলামকে ২০১৩ সালে কাজিরহাট হাইস্কুলের প্রধান শিক্ষক পদে নিয়োগের প্রতিশ্রুতিতে ৪ লক্ষ ২০ হাজার গ্রহণ করেন স ম মোর্শেদ। কিন্তু পরবর্তীতে নিয়োগ না দিয়ে প্রতারণা করতে থাকেন নাকিলা গ্রামের মৃত. চাঁদ আলী সরদারের পুত্র কেরালকাতা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি স ম মোর্শেদ আলী।
উপায়ন্তর হয়ে ভুক্তভোগী রবিউল ইসলাম প্রতারনার অভিযোগে স ম মোর্শেদ আলীর বিরুদ্ধে সাতক্ষীরা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে ১৪ নভেম্বর ২০১৩ তারিখে মামলা দায়ের করেন। যার নং- মামলা নং ১৫৭।
উক্ত মামলায় দীর্ঘ শুনানীন্তে সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত আজ বৃহস্পতিবার রায় প্রদান করেন।
মামলার রায়ে বাদী রবিউল ইসলাম সন্তোষ প্রকাশ করেছেন।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান স ম মোর্শেদ বলেন, বিষয়টি আংশিক সত্য। বিদ্যালয়ের তৎকালিন প্রধান শিক্ষক ও আমি নিয়োগের জন্য টাকা নিয়েছিলাম। কিন্তু নিয়োগ দিতে পারিনি। কিছু টাকা ফেরতও দিয়েছি। যেহেতু চেক টা আমার নামে ছিলো। সে কারনে রবিউল ইসলাম আমার বিরুদ্ধে মামলা করেছে। রবি অথবা সোমবারের মধ্যে বিষয়টির সমাধান করা হবে।