কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৮ নং কেরালকাতা ইউনিয়নের ১০ টাকা মূল্যর চাল না পাওয়ার মানববন্ধন করেছে অসহায় দরিদ্র শত শত নারী পুরুয রবিবার (৬ ই নভেম্বর) সকাল ১১ ঘটিকায় কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
কেরালকাতা ইউনিয়নবাসি মানববন্ধনে কেরালকাতা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার শিমুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন কিসমত পুর ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মুজিবুর রহমান মজু তিনি বলেন অসহায় হতদরিদ্র ব্যক্তিরা সরকারি ভর্তুকে ১০ টাকা মূল্যে চাল পেত কিন্তু ইন হিংসাত্মক মনোভাব নিয়ে স,ম মোরশেদ আলী ভিপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে বিএনপি জামাতে এজেন্ডা বাস্তবায়নের জন্য প্রকৃত আওয়ামী লীগের হতদরিদ্র পরিবারের বাদ দিয়া জামাত বিএনপির নেতাদের পরামর্শে ধনী ব্যক্তিদের নামে কার্ড দিচ্ছে আমরা যে কারনে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর সরকারের ভর্তুকি মূল্যের ১০ টাকাদামের চাল যাচাই-বাছাই করে দেওয়ার অনুরোধ জানায় কিন্তু ইউএনও মহাদয় আমাদের কথায় গুরুত্ব দিচ্ছে না।
এ সময় ২ নং ওদের মেম্বার শিমুল হোসেন বলেন কলারোয়া উপজেলা খদ্য নিয়ন্ত্রকে বার বার অনুরোধ করার শর্তও তিনি যাচাই বাছাই না করে চালের কার্ড দিচ্ছে আমাদের একটায় দাবি ডিসি মহদয়ের নিকট প্রকৃত অর্থে যাহারা কার্ড পাওয়ার যোগ্য যাচাই-বাছাই করে তাদের কার্ড দেওয়া হোক.
কেরালকাতা ইউনিয়নের মৃত আজগার আলীর স্ত্রী আশুরা খাতুন জানান আমার স্বামী মৃত্যু বরন করেছে সংসারে চালাতে হিমশিম খচ্ছি চেয়ারম্যান এর সাথে কথা বলেছি কিন্তু আমার আর চাল দিচ্ছে না। কিসমত ইলিশপুর গ্রামের খুশাল সরদারের পুত্র জামাল হোসেন জানান বাবা আমি অসহায় হতদরিদ্র সংসারের কাজ করার মত কেহ নেই আমার চেয়ারম্যান এর হাত,পা ধরেছি কার্ড না খটার জন্য অনুরোধ করেছি কিন্তু আমার নাম আর নেই এখন না খেয়ে না খেয়ে দিন যাচ্ছে স্যারদের কাছে আমার চাওয়া আমার কার্ড টাদেন অন্তত খেয়ে বাঁচি। ইলিশপুর গ্রামের মৃত আক্কাস সরদারের পুত সাহাজ উদ্দিন বলেন আমরা অসহায় পরিবার সরকারের ভোট দেয় মোরশেদ চেয়ারম্যান এর ভোট দেয়নি বলে চাল দিচ্ছে না আমরা তাই আজ আইছি আপনা একটু বলে আমাদের চালের কার্ড করেদেন এই কথা বলে তিনি কান্নায় ভেঙে পরে এ সময় আরো উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়নের মেম্বার শহিদুল ইসলাম ও ভুক্তভোগিরা সকলের দাবি তাদের কার্ড পূর্ণ বহাল করা হোক