মোস্তাফিজুর রহমান, আশাশুনি : সাতক্ষীরায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে।
সোমবার দিবাগত রাতের কোন একসময় সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক অসীত কুমার মিত্র লাঙ্গলদাড়িয়া গ্রামের পরিতোষ মিত্রের পুত্র। তিনি পেশায় ফ্লেক্সি লোড ও মুদি ব্যবসায়ী।
প্রতিবেশী আমানুল্লাহ মাস্টার বলেন, অসীত তার স্ত্রী সবিতা এবং একমাত্র কন্যা প্রিয়ন্তী মিত্র (৫) নিয়েই তাদের সংসার। মঙ্গলবার সকালে তাদের বাচ্চাটা আব্বু – আম্মু বলে কান্নার একপর্যায়ে আমরা তাদের বাড়িতে গিয়ে দেখতে পাই তারা স্বামী স্ত্রী দুইজন অচেতন অবস্থায় রয়েছে। ঘরের জিনিসপত্র এলোমেলো।
এসময় আমরা তাদের উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে তাদের অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রাতে কি ঘটেছে সেটি তারা সুস্বাস্থ্য না পর্যন্ত বলা যাচ্ছে না। তবে ধারনা করা হচ্ছে রাতে অজ্ঞান পার্টির সদস্যরা খাবারের সাথে অথবা স্প্রে করে তাদের অজ্ঞান করে টাকা ও স্বর্ণালংকার লুটপাট করেছে। তবে গত সোমবার অসীত ব্যাংক থেকে দেড়লক্ষ টাকা উত্তোলন করেছিল বলে শোনা যাচ্ছে। হয়তো ওই টাকার কারনেই এটি ঘটানো হয়েছে।
অসীত কুমার মিত্র ও তার স্ত্রী সবিতা মিত্র অচেতন থাকায় লুটপাটের সঠিক পরিমান নিশ্চিত করা যাচ্ছে না।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম বলেন, আমরা ঘটনা শুনেছি। থানার একজন অফিসারকে ঘটনা স্থলে পাঠানো হয়েছে। তবে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না।