সাতক্ষীরা পৌর বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর সোমবার বিকাল সাড়ে ৩টায় কামালনগরে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক শের আলী।
সদস্য সচিব তাজকিন আহমেদ চিশতীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক যথাক্রমে মো: ইয়াছিন আলী, মো: ইলিয়াস হোসেন, আব্দুল জলিল, আব্দুর রাজ্জাক, নাছির উদ্দীন, মতিনুর রহমান কচি, মনিরুজ্জামান মনি, মো: আশরাফ হোসেন, সদস্য যথাক্রমে ইসমাইল হোসেন বাবু, মো: অজিয়ার রহমান, মো: জহুরুল ইসলাম, মো: মাহমুদুল হক, মো: ওলিউল ইসলাম, শাহিনুর রহমান শাহীন, কামরুজ্জামান পলাশ, কামরুল ইসলাম বকুল, মো: নাছির উদ্দীন বাবু, মেহেদী হাসান, মো: আলতাফ হোসেন, মো: নুরুল হক, ফেরদৌসুর রহমান, মাহমুদ আলী, মো: নবাবজান, মো: আবু দাউদ, মো: নেছারুল ইসলাম, মো: হযরত আলী, মো: রোকনুজ্জামান, মো: আব্দুল হামিদ প্রমুখ।
সভায় পৌর বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষে ৯টি ওয়ার্ডে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গৃহিত হয়। সদস্য সংগ্রহের জন্য ৯টি ওয়ার্ডে ১,২,৩, ৪ ও ৯নং ওয়ার্ডে মো: ইয়াছিন আলীকে টীম লিডার ও এম এ রাজ্জাক, সাইফুল ইসলাম বাবলু, মতিনুর রহমান কচি, মনিরুজ্জামান মনি, মো: অজিয়ার রহমান, মো: জহুরুল ইসলাম, মো: মাহমুদুল হক, মো: ওলিউল ইসলাম, কামরুল ইসলাম বকুল, ফেরদৌসুর রহমান, মাহমুদ আলী, মো: নবাবজানকে সদস্য এবং ৫,৬,৭,৮ নং ওয়ার্ডে ইলিয়াস হোসেনকে টীম লিডার ও শাহ কামরুজ্জামান কামু, আব্দুল জলিল, মো: নাসির উদ্দীন, মো: আশরাফ হোসেন, ইসমাইল হোসেন বাবু, শাহিনুর রহমান শাহীন, কামরুজ্জামান পলাশ, মো: নাছির উদ্দীন বাবু, মো: নুরুল হক, মো: নেছারুল ইসলামকে সদস্য করে সভায় উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে দুটি কমিটি গঠন করা হয়।
সভার সভাপতি মো: শের আলী বলেন, সাতক্ষীরা পৌর বিএনপির সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে সরকার পতনের আন্দোলন ত্বরান্বিত করা হবে।
প্রেস বিজ্ঞপ্তি