নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ১ কোটি ৫৯ লক্ষ ৭০ হাজার ২০০ শত টাকা মূল্যের ১৬ টি স্বর্ণের বারসহ এক ইজিবাইক চালক কে আটক করেছে ৩৩ বিজিবি সদস্যরা।
০১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্তের কাকডাঙ্গা এলাকা থেকে ইজিবাইক চালক অহিদুজ্জামান (৩৫) কে আটক করা হয়। আটক অহিদুজ্জামান কেড়াগাছি গ্রামের শেখ আব্দুল হামিদের পুত্র।
বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কাকডাংগা বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেঃ মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত হরিদাস ঠাকুর আশ্রমের সামনের পাকা রাস্তার উপর থেকে ইজিবাইক চালক অহিদুজ্জামান কে সন্দেহ হয়। সন্দেহের ভিত্তিতে চালক অহিদুজ্জামানকে তল্লাশী করে তার ইজিবাইকের মধ্য থেকে মোট ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৫৯ লক্ষ ৭০ হাজার ২০০ শত টাকা। যার ওজন ১.৮৫৭ কেজি। এসময় ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যে ইজিবাইকটি জব্দ করা হয়। চালক অজিদুজ্জামান কে আটক করা।
আটককৃত চালক অহিদুজ্জামানকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে জানান বিজিবি’র অধিনায়ক।