নিজস্ব প্রতিনিধি :
দেশব্যাপি বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমানের নেতৃত্বে ৯ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪টায় শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ হাসান, জেলা ছাত্রনেতা গোলাম খায়রুল্লাহ আরাফাত, সরকারি কলেজ ছাত্রনেতা সাকিল,মির্জা ইব্রাহিম, আশিকুর রহমান,রিপন, নাইম, সরোয়ার,সরকারি কলেজ মুক্তিযোদ্ধা হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক হাসান, ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিথুন, ৩নং সভাপতি সোহাগ, ৪নং সাধারণ সম্পাদক শাহিন, ৭নং সাধারণ সম্পাদক সুজন, ৯নং আহবায়ক মেহেদিসহ সদর পৌর সরকারি কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি বলেন, সাতক্ষীরাতে আর কখনো অগ্নি সন্ত্রাস জামায়াত-বিএনপিকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।
জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন ছাত্রলীগ যতদিন থাকবে। ততদিন সাতক্ষীরার মাটিতে অগ্নি সন্ত্রাসীদের রুখে দেওয়া হবে। ছাত্রলীগ মাঠে থাকতে মানুষ জিম্মি করার অপরাজনীত আর করতে দেওয়া হবে। যে কোন সময় আন্দোলন সংগ্রামে অংশ নিতে জেলা ছাত্রলীগ সব সময় প্রস্তুত।
আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের সকল অপরাজনীতির বিরুদ্ধে স্বোচ্ছার থাকার জন্য সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সকল নেতৃবৃন্দসহ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

