মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় রেডক্রিসেন্ট ইউনিট মিলনায়তনে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আহ্বানে জেলা শহরে বসবাসরত নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি – সাধারণ সম্পাদকের উপস্থিতিতে এক যৌথসভা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় আলোচ্য সূচির উপর বক্তব্য রাখেন, সর্ব জনাব বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো: শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দীন, সাহানা আক্তার বুলু, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, আ হ ম তারেক উদ্দিন, আতাউর রহমান গোলদার, কাজী আক্তার হোসেন, শেখ হারুন উর রশিদ, এড. আজহারুল ইসলাম, অধ্যাপক আফসার আহমেদ, এজাজ আহমেদ স্বপন, লায়লা পারভীন সেজুতি, শামীমা পারভীন রতœা, শেখ আসাদুজ্জামান লিটু,
এস এম শওকত হোসেন, শেখ আব্দুর রশিদ, এড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, শাহাদাত হোসেন,কোহিনুর ইসলাম, শেখ মনিরুল হোসেন মাসুম, নাজমুন নাহার মুন্নি, ইসমত আরা, শেখ শফিউদ্দীন, সাইফুল করিম সাবু, বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, সামছুজ্জামান জুয়েল, জহরুল ইসলাম নান্টু, সীমা পারভীন, কাজী মারুফ, মীর শাহীন, শেখ তৌহিদ হাসান, জিল্লুর রহমান, মো: আব্দুল্লাহ সরদার, মাহমুদুল হাসান বিবিসি ও উজ্জ্বল হোসেন প্রমুখ।
সভায় ১৩ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাত্র ১২টা ১ মিনিটে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন। সার্বিক ব্যবস্থাপনায় শেখ সাহিদ উদ্দীন, কাজি আক্তার হোসেন, লায়লা পারভীন সেজুতি। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের আহ্বানে সকাল ৮টায় খুলনারোড মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে মাল্যদান। সকাল সাড়ে ১০টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে বর্ণাঢ্য র্যালি। র্যালি উপ- কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। উক্ত র্যালিতে জেলা, সদর, পৌরসভা ও অঙ্গসহযোগী সংগঠনের স্ব স্ব ব্যানার সহকারে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হল এবং ২৪ ডিসেম্বর কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে স্ব স্ব উদ্যোগে ঢাকায় গমন ও ২৩ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকাস্থ হোটেল সুন্দরবনে সভাপতি-সাধারণ সম্পাদকের নিকট থেকে কেন্দ্রীয় আওয়ামীলীগের কাউন্সিলর ও ডেলিগেট কার্ড নেওয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি