নিজস্ব প্রতিনিধি : ‘সাংস্কৃতিক মহত্ব প্রকাশ পায় উৎসবের মাধ্যম’ এই প্রতিপাদ্যে দুই দিন ব্যাপী আবহমান বাংলা সাংস্কৃতিক উৎসব-২২ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নাসরীন খান লিপির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
উদ্বোধন করেন সাতক্ষীরা ১আসনের সংসদ সদস্য এ্যাড মুস্তফা লুৎফুল্লাহ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো আসাদুজ্জামান বাবু, বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটি ভারতের সভাপতি স্বাতী দাস, সাধারণ সম্পাদক আশিস সরকার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে থিম সং এর সাথে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। পরে অতিথিদের উত্তরীয় পরিয়ে প্রকাশনার মোড়ক উন্মোচন করে উৎসবের সুচনা করা হয়। পরে দলীয় ও একক নৃত্য, গীতি নৃত্যালেখ্য, সমবেত ও একক সংগীত, দলীয় আবৃত্তির সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।
বুধবার একই স্থানে সমবেত সংগীত, বৃন্দ আবৃত্তি, দলীয় ও একক নৃত্যের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হবে।