এম বেলাল হোসাইন : প্রবীণদের প্রতি অবজ্ঞা নিরসনে সচেতনতা দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ৯টায় সাতক্ষীরা নিউ মার্কেট চত্বর থেকে একটি র্যালি বের হয়ে জেলা কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের আহবায়ক ডা. সুশান্ত ঘোষ। মাধব দত্তের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দিন। এসময় বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত সচিব আব্দুল হামিদ, অধ্যক্ষ আব্দুল হামিদ, পরমানু বিজ্ঞানী ড. মতিউর রহমান, ড. দিলারা বেগম, প্রকৌশলী আবিদুর রহমান, সিনিয়র আইনজীবী এস এম হায়দার, সিনিয়র সাংবাদিক সুভাষ চৌধুরী, অধ্যক্ষ মুরাদুল হক, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দিবাশিষ সরকার প্রমুখ। প্রধান অতিথি প্রবীণদের সদর হাসপাতালে আলাদ কেবিন। তাদের বসার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণসহ সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।