কাশিমাড়ী প্রতিনিধি:
শ্যামনগর উপজেলার কাশিমাড়ীর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী আনিছুজ্জামান আনিচ এর বিরুদ্ধে দলীয় অব্যহতি পত্র প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারী) বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এর দলীয় প্যাডে স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে। ভবিষ্যতে সংগঠন স্বার্থ পরিপন্থী কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভংগ শর্ত না করার শর্তে ক্ষমা প্রদর্শন করায় দলীয় অব্যহতি আদেশ প্রত্যাহার করা হয়।
তিনি গত ইউপি নির্বাচনে কাশিমাড়ী ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হলেও তাকে দল থেকে অব্যহতি দেওয়া হয়।
পরবর্তীতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নিকট সাধারন ক্ষমা প্রার্থনা চেয়ে ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে লিখিত আবেদন করেন।
এমতাবস্থায় গত বছরের ১৭ ডিসেম্বর গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের গঠনতন্ত্রের ১৭(৬) এবং ৪৭ (২) ধারা মোতাবেক সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজী আনিছুজ্জামান আনিচ সাধারণ ক্ষমা প্রার্থনা করার আবেদন করেন। আবেদনটি পর্যালোচনা ও ভবিষ্যতে দলীয় গঠনতন্ত্রের স্বার্থ পরিপন্থী কর্মকান্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার অঙ্গীকার করায় ক্ষমা প্রদর্শন করা হয়।