দেবহাটা প্রতিনিধি :
দেবহাটা উপজেলা সমাজ সেবা অধিদপ্তর পল্লী দরিদ্র বিমোচনের লক্ষে সুদ মুক্ত ক্ষুদ্র ঋন বিতরন করা হয়েছে। ১৬ ফেব্রæয়ারি বৃহস্পতিবার বেলা ১.৩০মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কর্মকর্তা উপ পরিচালক সন্তোষ কুমার নাথ।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান। এসময় দেবহাটা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান,
সমাজ সেবা ফিল্ড সুপাইভাইজার মঈনুল হাসান, ইউনিয়ন সমাজসেবা শেখ মাহাবুবার রহমান, অফিস সহ-কারী কাম কম্পিউটার রিফাত পারভীন সহ মাতৃকেন্দ্র, আর এস এস, প্রতিবন্ধী ও ক্ষুদ্র ঋন গ্রাহকবৃন্দরা উপস্থিত ছিলেন। ২০২৩ সালে পল্লী দরিদ্র বিমোচনের লক্ষে দেবহাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১২৮ জন হত দরিদ্রদের মাঝে ২৯লক্ষ ৪৭হাজার টাকা সুদ মুক্ত ক্ষুদ্র ঋনের টাকা বিতরন করা হয়।