শ্যামনগর প্রতিনিধি :
“ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগর উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং জাতীয় মহিলা সংস্থার আয়োজনে গত ইং ৮ ই মার্চ বুধবার সকাল ১০ শ্যামনগর মডার্ন স্কুল প্রাঙ্গনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য ৱ্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান( সাঈদ), মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল, শ্যামনগর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রাক্তন অধ্যাপিকা শাহানা হামিদ,নকশী কাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন প্রমুখ।
প্রধান অতিথি এস এম জগলুল হায়দার এমপি তার বক্তব্যে বলেন, নারীরা বর্তমান সময়ে সমাজে গুরুত্বপূর্ণ ক্ষেত্র গুলোতে বিশেষ অবদান রাখছে।
আন্তর্জাতিক নারী দিবসে সবাই কে নারী সমাজকে সম্মানের চোখে দেখতে আহবান জানাই, নারী নির্যাতন, নারীকে অবহেলা করার বিষয়গুলি ভুলে গিয়ে সমান অধিকার নিয়ে সমাজে বসবাস করুন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নারী সমাজের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমরা সবাই ভূমিকা রাখব।
সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক।