নিজস্ব প্রতিনিধি।।
সাতক্ষীরার পাটকেলঘাটার কুঠিঘাটা গ্রামে বাড়ির পাশে পরিবারের সকলের অজান্ত ধানখেত দেখতে গিয়ে বৃহস্পতিবার বিকালে নিখোজ হয় নাহিদ নামের ৩ বছরের শিশু। এ সময় তার পরিবারের পক্ষ থেকে অনেক খোজাখুজির পর ও তার সন্ধান মেলেনি। তার পরিবার ও এলাকাবাসির ধারনা কপোতাক্ষ নদীতে পড়ে হয়তো মারা গেছে সে। ঐসময় নদীতে জোয়ার ভাটা থাকার কারনে শিশুটিকে খুজে পাওয়া যায়নি। শুক্রবার সকালে কুটিঘাটা এলাকার কপোতাক্ষ নদীর চর থেকে শিশুটির মরাদেহ উদ্ধার করে তার স্বজনেরা। সে দক্ষিন সারসা গ্রামের নিছার গাজীর ছেলে মোঃ নাহিদ হাসান (৩)।
স্থানীয় প্রতিবেশি সুমন সরদার বলেন, বৃহস্পতিবার ধানক্ষেত দেখতে গিয়ে নাকি নদীতে পড়ে গিয়েছিল নাহিদ । তারপর তাকে আর খুজে পাওয়া যায়নি। আমিসহ অনেকে বিভিন্নভাবে সাগরদাড়ি থেকে পাটকেলঘাটার দিকে অনেক খোজাখুজি করেছি। আজ সকালে তার মৃতদেহ পাওয়া যায়।
শিশু নাহিদের মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান শিশুর মৃত্যুর খবর দুঃখজনক।