নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৯ম ও ১০ম শ্রেণীতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট (ট্যাব) বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ মে) সকালে সদর উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে সদর উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ-জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে
শিক্ষার্থীদের মাঝে এই ট্যাবলেট (ট্যাব) বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের স্মার্ট হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী ট্যাবগুলো উপহার দিয়েছেন। স্মার্ট শিক্ষার্থীরা দেশকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে অনেকটায় ভূমিকা রাখবে। কারণ আজকে শিশু আগামী দিনে ভবিষ্যৎ।
তিনি আরো বলেন, ট্যাবগুলো স্বাধীনতা দিবসে মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই অংশ হিসেবে সাতক্ষীরা সদরে ৪১ টি মাদ্রাসা মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী ২৪৬ শিক্ষার্থীকে ট্যাব উপহার দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদ হাসান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আবু তালেব, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সহ আরো অনেকে।