নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই কর্তৃক জেলা ভুমিহীন সমিতির তিন নেতাকে নিয়ে অশ্লীন ও কুরুচি বক্তব্য প্রদান করায় বৃহস্পতিবার বিকালে কামালনগরস্থ ভুমিহীন সমিতির অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জেলা ভুমিহীন সমিতির আয়োজনে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কওছার আলী। জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা ভুমিহীন সমিতির সিনিয়র সহ সভাপতি গোলাম রসুল রাসেল, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ভুমিহীন সমিতির সহ-সভাপতি শেখ শওকত আলী, বাংলাদেশ জাতীয় ভুমিহীন অধিকার পরিষদ সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পি, বাংলাদেশ দলিত পরিষদ জেলা শাখার সভাপতি গৌর দাস। এসময় উপস্থিত ছিলেন জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সহ সভাপতি সেলিম হোসেন, জেলা ভুমিহীন সংগঠনের অর্থ সম্পাদক আব্দুল আলিম, ডাঃ ইযার হাবিব, হাবিবুর রহমান, আরমান আলী, শেখ রিয়াজুল ইসলাম, প্রমূখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পাটকেলঘাটা থানার শাকদহ এলাকায় অবৈধভাবে জমি দখল ও মানববন্ধন করা কেন্দ্র সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল হাই কর্তৃক গত রবিবার বিভিন্ন সংবাদ মাধ্যমে জেলা ভুমিহীন সমিতির নেতা কমরেড আদিত্য মল্লিক, আব্দুর রব পলাশ ও সেলিম সরদারের বিরুদ্ধে অশ্লীন ও কুরুচি বক্তব্য প্রদান করায় অবিলম্বে অশ্লীন ও কুরুচি বক্তব্য তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসাথে ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান বক্তারা।