গত ১৯ মে শুক্রবার রাজশাহী বিএনপি’র সমাবেশে বিএনপির নেতৃবৃন্দ শেখ হাসিনাকে হত্যা করার হুমকি দেওয়ার প্রতিবাদে ও তাদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২২ মে সোমবার সকাল ১১টায় জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বাস টার্মিনালের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু চত্বরের সামনে অত্র সংগঠনের আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ সরদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের নেতা শেখ রবিউল ইসলাম রবি, কাজী আখতারুজ্জামান মহব্বত, জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক হাসান ইমাম, শেখ মকছুর রহমান, গাউস আলী, বাবুল হোসেন, শিমুল হোসেন, সাইফুল ইসলাম,আবুল হোসেন, আনিসুর রহমান, কামরুল ইসলাম, আকাশ হোসেন, মোতাহার হোসেন, ডাবলু প্রমুখ। সমাবেশে জামাত বিএনপি’র সকল ষড়যন্ত্র চক্রান্ত অপ তৎপরতা, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখা রাজপথে থেকে মোকাবেলা করার ঘোষণা দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শ্রমিক লীগের সদস্য- সচিব মাহমুদুল আলম বিবিসি। প্রেস বিজ্ঞপ্তি