নিজস্ব প্রতিনিধি : মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার বিকালে সাতক্ষীরা সদরের রসুলপুর এলাকায় ওয়াস এসডিজি প্রকল্পের আওয়াতায় সাতক্ষীরা পৌরসভার ব্যবস্থাপনায় হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি), আয়োজনে সাতক্ষীরা পৌরসভার প্যালেন মেয়র রাবেয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠেয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর- শেখ শফিক-উদ-দৌলা সাগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর অনিমা রানী মন্ডল, কাউন্সিলর নূর জাহান খাতুন, ওয়াস এসডিজি ফোকাল পার্সন ও সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, সাংবাদিক এম. বেলাল হোসাইন, সিভিল সোসাইটি প্রতিনিধি জাহাঙ্গীর আলম, ছাত্রী-তুলি, মা- শান্তা ইসলাম, কিশোরী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে দিবসটির লক্ষ্য, উদ্দেশ্য ও গুরুত্ব বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন হোপ ফর দি পুওরেষ্ট’র সাতক্ষীরা ফিল্ড অফিসের মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার নন্দিতা রানী দত্ত। সর্বোপরি মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনাকে কিভাবে সোসাল মুভমেন্টে নিয়ে আসা যায় সে সম্পর্কে করণীয় এবং সংশ্লিষ্টদের নিয়ে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা প্লাটফর্ম গঠনের ঘোষনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হোপ ফর দি পুওরেষ্ট’র টাউন কো-অর্ডিনেটর মৃনাল কুমার সরকার।
২০৩০ সালের মধ্যে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা স্বাভাবিক বিষয় হয়ে উঠুক এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপস্থিত বক্তরা বক্তব্য রাখেন। একজন নারীর মা হবার পূর্বশর্ত হচ্ছে নিয়োমিত মাসিক হওয়া এবং সঠিক ব্যবস্থাপনা করা যেখানে বাংলাদেশ সরকারের ২০১৪ সালের পরিচ্ছন্নতা বিষয়ক সমীক্ষা থেকে জানা যায় এখনও ৮৩ শতাংশ মহিলা ও কিশোরী মাসিককালীন সময়ে সঠিক ব্যবস্থা গ্রহন করেন না। এই ভয়াবহ চিত্র থেকে বের হয়ে আসার জন্য কিশোর, কিশোরী, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, সাংবাদিক, সুশীল সমাজ, প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিনিধিদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবসে সাতক্ষীরায় র্যালি আলোচনা সভা ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ
পূর্ববর্তী পোস্ট