নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় কাজের মেয়াদ শেষ হলেও পানি উন্নয়ন বোর্ডের(পওর-২) এর গাফিলতিতে দূর্ভোগে রয়েছে কমপক্ষে ৫ গ্রামের মানুষ। এছাড়া ও উক্ত এলাকায় অবস্থিত ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলো আছে চরম সংকটে।
সূত্র জানায়, পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২ এর পোল্ডার নং- ১, ২, ৬-৮ এ সম্প্রসারন নিস্কাশন ব্যবহার উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় বাধ পুন: আকৃতিকরন কাজের শুরু হয় ৫ জুলাই ২০২২ তারিখে এবং কাজ শেষ হওয়ার কথা ২৭ মে ২০২৩ তারিখে।
সরেজমিনে দেখা যায়, ঠিকাদার প্রতিষ্ঠান সংশ্লিষ্ঠ বিভাগের তত্বাবধায়নে কাজ করলেও উক্ত পোল্ডারের রাজনগর থেকে বিনেরপোতা অভিমুখে ১০০ মিটারের কাজ অসম্পন্ন রাখা হয়েছে। যেখানে রাস্তাটি এ ১০০ মিটারে কাদা থাকায় পুরোপুরি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যেকারনে বিনেরপোতা, খেজুরডাঙ্গার বেলে পাড়া, রাজনগর, শিবনগরসহ কয়েকে গ্রামের মানুষের চলাচলে ব্যবহার করতে হচ্ছে বিকল্প রাস্তা। আর এ এলাকায় বসবাস করা সাধারন মানুষেরা বর্তমানে সরকারের উন্নয়ন কাজে পানি উন্নয়ন বোর্ডের(পওর-২) গাফিলতি ও বিভিন্ন অনিয়মে দিশেহারা হয়ে পড়েছে।
এদিকে, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী,এস ও, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধির বিরুদ্ধে ব্যক্তি মালিকানাধীন জমি থেকে জোরপূর্বক মাটি কাটা, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে টাকা আদায়ের চেষ্টার অভিযোগে উঠেছে।
অন্যদিকে, সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের গন শুনানিতে পানি উন্নয়ন বোর্ড দুই এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেন দুই ব্যক্তি। যার একটিতে স্থান পায় বাঁধ নির্মাণ কাজে দুর্নীতি ও অনিয়মের বিষয়টি। দুর্নীতি দমন কমিশন দুদক ইতিমধ্য ে বিষয়টি আমলে নিয়ে তদন্ত করছে বলে জানা গেছে।
এ ব্যাপারে ঠিকাদার প্রতিনিধি আবু সালেহ জানান, কাজ কিছু বাকি থাকতে পারে। আমরা দ্রুত সময়ের মধ্যে ঠিক করে দেবো। অনেক বিপদে ছিলাম কাজটা নিয়ে। এলাকার কেউ সহযোগিতা করেনি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, এস ও, এসডিস্যার কাজ পরিদর্শন করেছেন।
পানি উন্নয়ন বোর্ডের(পওর-২) এর সংশ্লিষ্ট এস ও জিয়াউর রহমান অভিযোগের বিষয়গুলো অস্বীকার করে বলেন, কিছু ত্রুটি থাকতে পারে দ্রুত সমাধান হবে।
এলাকাবাসী এ অবস্থার প্রতিকার চেয়ে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের কর্মকর্তাদের আশু হস্থক্ষেপ কামনা করেছেন।