পর্তুগালের মধ্যাঞ্চলে এক দাবানলে ২৪ জনের প্রাণহানি ও আরো অন্তত ২০ জন আহত হয়েছে। এদের অধিকাংশই গাড়ি দিয়ে পালানোর সময় হতাহত হয়।
স্থানীয় সময় বিকেল ৩টার কিছু আগে লিরিয়া জেলার পেদ্রোগাও গ্র্যান্ডে দাবানলের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণে প্রায় ৫শ দমকল কর্মী ও ১৬০টি গাড়ি মোতায়েন করা হয়।
দেশটির উর্ধ্বতন সরকারি কর্মকর্তা জর্জ গোমেজ বলেন, ‘দাবানলে ২৪ জনের নিশ্চিত মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এদের সকলেই বেসামরিক নাগরিক। এদের মধ্যে তিন জন ধোঁয়ার কারণে দমবন্ধ হয়ে মারা গেছে।
১৬ জন তাদের গাড়িতে আগুনে পুড়ে মারা গেছে। তারা ফিগুয়েইরো ডোস ভিনহোস থেকে ক্যাস্টানহিরা ডি পেরায় যাওয়ার পথে তারা দাবানলের কবলে পড়েন।’
তিনি আরো বলেন, এই ঘটনায় ১৪ বেসামরিক লোক আহত হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে ৬ দমকল কর্মী রয়েছে। এছাড়া আরো দু’জন নিখোঁজ রয়েছে।